ডেঙ্গু পরিস্থিতির সার্বিক খবর জানাবে অ্যাপ

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু পরিস্থিতির সার্বিক খবর জানাতে অ্যাপ তৈরি করেছে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত মশা নিয়ন্ত্রণ কর্মসূচি (সিডিসি) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই)।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সেবা মাস এপ্রিল ২০২০ উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই অ্যাপের বিষয়টি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অ্যাপের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আফসানা আলমগীর খান।
অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে জানিয়ে আফসানা আলমগীর বলেন, এই অ্যাপে প্রতিদিনের পাশাপাশি শেষ ১২ বছর, ২০ বছর, পরপর তিন বছরের তুলনামূলক চিত্র এবং সাপ্তাহিক চিত্র দেখা যাবে।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হলে কোন হাতপাতালে যেতে হবে সেই তথ্য পাওয়া যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার খবর পাওয়া যাবে। হাসপাতালে কতজন রোগী আছে, ওষুধ যাচ্ছে কিনা, কিট, মানবসম্পদ কত আছে সেগুলো জানা যাবে।
অ্যাপে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক সংবাদ যেমন, সারাদেশে ডেঙ্গু জ্বরের বিস্তার, হাসপাতালে ভর্তি রোগীর খবরাখবর, চিকিৎসাপ্রাপ্ত রোগীর তালিকা, রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে মশক জরিপের ফলাফল, উচ্চ ঝূঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা ও নিকটবর্তী হাসপাতালের তথ্য, মশা নিধন কার্যক্রমের তালিকা থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পর্যায়ক্রমে এটি দেশের সব হাসপাতাল ও জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
-
২৯ নভেম্বর, ২০২০
-
২৫ নভেম্বর, ২০২০
-
২৫ অক্টোবর, ২০২০
-
১৭ অক্টোবর, ২০২০
-
৩১ মার্চ, ২০২০
-
১৪ মার্চ, ২০২০
-
২৯ ফেব্রুয়ারী, ২০২০
-
২৭ ফেব্রুয়ারী, ২০২০
দুই সিটি মেয়রকে সতর্কতা
এডিস মশা নিয়ন্ত্রণে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী
