নতুন করে করোনায় আক্রান্ত ৩, আইসিউউতে ১ জন

নতুন করে করোনায় আক্রান্ত ৩, আইসিউউতে ১ জন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মাধ্যে একজন আইসিইউতে রয়েছেন। আক্রান্তের মধ্যে ২ জন পরুষ এবং ১ জন মহিলা। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
আজ শুক্রবার (২০ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তরা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন, তারা সবাই ইতালি প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন। তাদের মাধ্যে একজনের সাম্প্রতিক সময়ে ইতালি ভ্রমণের ইতিহাস আছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মাঝে একজন পুরুষের বয়স সত্তোরোর্ধ, বাকি দুজনের বয়স ত্রিশের কোটায়। আক্রান্ত বৃদ্ধের অবস্থা গুরুতর হওয়ায় তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আক্রান্ত মহিলার মৃদু লক্ষণ রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের সেবা গ্রহণ করেছেন ৫০ জন, মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ জনের। এছাড়া করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। নতুন তিনজনসহ মোট আক্রান্ত ২০ জন। আক্রান্তদের মাঝে একজন মৃত্যুবরণ করেছেন এবং তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
-
১ ঘন্টা আগে
-
১৬ ঘন্টা আগে
-
২০ ঘন্টা আগে
-
২২ জানুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
-
২১ জানুয়ারী, ২০২১
-
২১ জানুয়ারী, ২০২১

উদ্বোধন ২৭ জানুয়ারি
প্রথম টিকা পাবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি
সেবা বিভাগের ৩৫ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
উদ্বোধন ২৭ জানুয়ারি
প্রথম টিকা পাবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি
সেবা বিভাগের ৩৫ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
