মেডিসিন এফসিপিএস ২য় পর্ব পরীক্ষার্থীদের মক লিখিত পরীক্ষা শুরু ১৮ মার্চ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের এফসিপিএস (মেডিসিন) ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য মক লিখিত পরীক্ষা আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে। চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।
সোমবার (২ মার্চ) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত পরীক্ষার জন্য “সচিব, বিসিপিএস"-এর অনুকূলে ১,০০০/-(এক হাজার) টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট অথবা সরাসরি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (STD Account No: 0781301000000256) অথবা ঢাকা ব্যাংক লিমিটেডে (STD Account No: 0207150000000887) জমা দিয়ে ব্যাংক রশিদসহ কলেজের হিসাব শাখায় আগামী ১০ মার্চ বেলা ০১:০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
উক্ত কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক ডাক্তারগণকে “আগে আসলে আগে রেজিস্ট্রেশন” ভিত্তিতে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।