স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবকে জনপ্রশাসনে বদলি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা ও পরিবাল কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানকে বদলি করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি আদেশক্রমে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
শেখ ইউসুফ হারুন ১৯৬২ সালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শেখ আমিনুর রহমান ছিলেন একজন বন কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক।
তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাইকগাছা হাইস্কুল থেকে এসএসসি, খুলনা সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যলয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি বিসিএস ১৯৮৬ ব্যাচে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
