ঠাকুরগাঁওয়ে বখাটেদের কোপে নার্সের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তানজিনা আক্তার নামে এক নার্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানজিনা ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর মাদ্রাসা পাড়ার আব্দুল হামিদের মেয়ে এবং সে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলো।
গত ২০ জুন সকালে আরমান ইসলাম জীবনের (১৯) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তানজিনা। পরে ওই দিন সন্ধ্যায় তানজিনার বাবা আব্দুল হামিদ বাদী হয়ে জীবনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন।
মামলার এজাহার বলা হয়েছে, ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স তানজিনা আক্তার প্রতিদিন সকালে হাসপাতালে যাওয়ার পথে তাকে ও অন্য মেয়েদেরকেও আরমান ইসলাম জীবন ও তার কিছু সহযোগী উত্যক্ত করতো। এতে তানজিনা তাদের বাধা দেওয়ার পাশাপাশি বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানোর কথা বলতো।
গত ২০ জুন তানজিনা কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় বখাটে জীবন ও তার সহযোগীরা তানজিনার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে, বুকে এবং পেটে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তানজিনার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যায়। এ সময় বখাটেরা পালিয়ে যায়। পরে উদ্ধারকারীরা রক্তাক্ত অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার সকালে তানজিনার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, “তানজিনার মৃত্যুর কথা শুনে মর্মাহত হয়েছি। এজাহারভুক্ত আসামি জীবনকে আমরা ঘটনার দিনই গ্রেপ্তার করেছি। এখন তার সহযোগীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
