
আলভী আরাফাত
শিক্ষার্থী, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ, জাফরাবাদ,করিমগঞ্জ, কিশোরগঞ্জ
০৭ মার্চ, ২০১৯ ০৯:১৪ এএম
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলে ইন্টার্ন সংবর্ধনা শুক্রবার

কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিষেক ইন্টার্ন চিকিৎসক সংবর্ধনা শুক্রবার অনুষ্ঠিত হবে।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী মিসেস রাশিদা হামিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবে কিশোরগঞ্জের সর্বস্তরের চিকিৎসকগণ।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি, নাচ, গান ও অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান, হাসপাতালের পরিচালক ডা. সুফিয়া খাতুন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত।
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নৌশাদ খান মেডিভয়েসকে বলেন, পরিবারের প্রথম সন্তান সবার মধ্যমণি। তিনি শিক্ষার্থীদের নিজের সন্তান বলে আখ্যায়িত করে বলেন, আমি প্রথম সন্তানের জনক হয়েছি, অনেক বেশি প্রসব ব্যথা ছিল, কিন্তু এখন আমি আনন্দিত।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় উপস্থিত রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদের নামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল। গত নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল প্রফের রেজাল্ট প্রকাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচ AH-01 ইন্টার্ন চিকিৎসকদের এই সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানের স্পন্সর করবে হেলথ কেয়ার ফার্মাসিউক্যাল লিমিডেট।
স্বাস্থ্য খাতের সংস্কার প্রতিবেদনে সুপারিশ
রোগী থেকে সরাসরি টাকা গ্রহণ নয়, চিকিৎসক হবেন বেতনভুক্ত কর্মচারী
