এক বছর মেয়াদী অনারারি ট্রেনিংয়ের জন্য দরখাস্ত আহবান

মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অবস অ্যান্ড গাইনী ও শিশু বিভাগে এক বছর মেয়াদী ট্রেনিং গ্রহণে আগ্রহী চিকিৎসকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ডা. ইসরাত জাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যহ সকাল ৮.৩০ মিনিট হতে ২ টা পর্যন্ত কাগজপত্রাদী জমা নেয়া হবে। এসময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি জমা দিতে হবে। ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় আবেদনকারী চিকিৎসকদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি ২০০৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) হতে অবস অ্যান্ড গাইনী বিভাগে এক বছর মেয়াদী অনারারি ট্রেনিং প্রদানের অনুমোদন লাভ করেছে। এছাড়াও শিশু বিভাগে অনারারি ট্রেনিং প্রদানের পুন:অনুমোদন লাভ করেছে।
স্বাস্থ্য খাতের সংস্কার প্রতিবেদনে সুপারিশ
রোগী থেকে সরাসরি টাকা গ্রহণ নয়, চিকিৎসক হবেন বেতনভুক্ত কর্মচারী
