মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ থেকে সদ্য পাস করা ডা. হাবীবুল করিম শাওন আর নেই। তিনি হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা এএফসি ফর্টিস কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যশোর মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. হাবীবুল করিম শাওন গত বুধবার (৭ নভেম্বর) ফাইনাল প্রফের সাপ্লিতে পাস করে চিকিৎসক হয়েছিলেন।
তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দরিয়ারচর গ্রামে। তার বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহিনী। তার ছোট বোন অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
ডা. হাবীবুল করিম শাওন ময়মনসিংহের মুকুল নিকেতন হাই স্কুল থেকে এসএসসি ও রাজধানী ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন।
ছাত্র রাজনীতিতে ডা. শাওন
ডা. হাবীবুল করিম শাওন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একই সংগঠনের যশোর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সুন্দরবন রক্ষায় কয়লাভিত্তিক রামপাল প্রকল্প বাতিল দাবির আন্দোলনে যশোর এলাকায় নেতৃত্ব দিয়েছিলেন।
তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এদিকে ডা. হাবীবুল করিম শাওনের মৃত্যুতে শোক জানিয়েছে সন্ধানী যশোর মেডিকেল কলেজ ইউনিট। সংগঠনের সভাপতি তন্ময় সাহা ও সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ডা. হাবীবুল করিম শাওনের অকাল মৃত্যুতে যশোর মেডিকেল কলেজ ইউনিট শোকাহত।
আরও পড়ুন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৮ সালের নভেম্বরে অনুষ্ঠিত এমবিবিএস…
মেডিভয়েস রিপোর্ট: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে…
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নবনির্মিত শহীদ মিনার ২১ ফেব্রুয়ারির প্রথম…