সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের র্যালি

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আজ ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ ও ‘প্রচার সপ্তাহ’ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মো. ওমর ফয়সাল, সাধারণ সম্পাদক আনিকা ইবনাত, উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য সন্ধানীয়ানবৃন্দ।
পায়রা উড়িয়ে এবং দেয়ালিকা উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদান করেন ৫৯তম প্রজন্মের সন্ধানীয়ান মুশফিকুল হক।
আলোচনা সভায় সিভিল সার্জন ডা. আজিজুর রহমান বলেন, চট্টগ্রামে রক্তদানে উদ্ধুদ্ধকরণের অন্যতম পথিকৃত সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। সেই সাথে দুস্থ রোগীদের রক্ত ম্যানেজ করে দেয়া, বিনামূল্যে ঔষুধ ও অপারেশন এর সামগ্রী সরবরাহ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তারা।
এছাড়াও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কার্য্যক্রম বাড়াতে পরামর্শ দেন তিনি। সাথে তিনি সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।