
ডা. মোঃ এজাজ বারী চৌধুরী
ডায়াবেটোলজিস্ট এবং হেড অব ডায়াবেটিস সেন্টার
মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল
০৩ নভেম্বর, ২০১৮ ০৭:০৭ পিএম
সঙ্গীহীনের সুখ

চাঁদের কোন সঙ্গী নেই!
নিঃসীম একাকীত্বের মাঝেও সে অন্যকে পথ দেখায়!
অন্যের সুখের জন্য, প্রকৃতিকে জ্যোৎস্না দিয়ে সাজায়!
ক্ষয়ে ক্ষয়ে অমাবস্যায় হারিয়ে গেলেও...
আবার ফিরে এসে... মিষ্টি হেসে বলে,
দেখো, আমি তো হারিনি— তুমি হারবে কেন?
তোমার জীবনে কষ্ট অনেক? হারানোর বেদনা?
চাঁদের বুকটা দেখো... কষ্টের কলঙ্কে মলিন!
অথচ এই বুকের ভালোবাসার টানে...
বিশাল সমুদ্রেও জোয়ার আসে!
যে বুকে যতো কষ্ট, না পাওয়ার বেদনা...
জোয়ার আনার শক্তি, সে হৃদয়ের ততো বেশী!
আরও পড়ুন
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত