আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের অনুষ্ঠানে বিশেষজ্ঞরা
স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারীই বিনা চিকিৎসায় মারা যান

মেডিভয়েস ডেস্ক: দেশে প্রতিবছর স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ২২ হাজার নারী। এদেরে মধ্যে ৭০ ভাগ নারীই বিনা চিকিৎসায় মারা যান। ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার দ্বিতীয়।
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিচার্স এন্ড হসপিটাল (এনআইসিআরএইচ)-এর বরাত দিয়ে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা অংশ নেন।
বিশেষজ্ঞরা জানান, স্তন ক্যান্সার আক্রান্ত রোগীদের গড় বয়স ৪১ বছর। সব স্তন ক্যান্সার রোগীর মধ্যে ৮৯ শতাংশ ক্যান্সার রোগী বিবাহিত।
বিশেষজ্ঞরা বলেন, যে মায়েরা তাদের সন্তানদের বুকের দুধ ১২ মাস পর্যন্ত পান করান তাদের শতকরা ৪ ভাগ স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে শতকরা তিনভাগ।
এতে স্বাগত বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ)-এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ও হেড অব রেডিয়েশন অনকোলজি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী।
স্তন ক্যান্সার সচেতনতার ওপর আলোচনা করেন এএমসিজিএইচ-এর অনকোলজি কনসালটেন্ট ডা. সুরা যুকরুপ মমতাহেনা এবং পেইন এন্ড পেলিয়েটিভ কেয়ারের হেড অব ক্লিনিক্যাল অনকোলজি ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এ.এম.এম শরিফুল আলম।
বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহানা আফরোজ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস.এম খলিলুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রের নায়িকা সুজাতা আজিম। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি বলেন, স্তন ক্যান্সারে আক্রান্ত নারীরা এখনও লোক-লজ্জার ভয়ে সময়মতো ডাক্তারের শরনাপন্ন হন না। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারলে দেশে স্তন ক্যান্সার বহুলাংশে হ্রাস পাবে।
আরও পড়ুন-
►‘আমাকে কেন ক্যান্সারের ডাক্তার দেখাবে?’
►ক্যানসার রোগীদের জন্য কিছু একটা করতে পেরেছি-অ্যালিসন
►‘আমার হাতে কি বছর দশেক সময় আছে, ডক্টর?’
►বাংলাদেশে মৃত্যুর ষষ্ঠ প্রধান কারণ ক্যান্সার
►ক্যান্সার সচেতনতায় আনোয়ার খান কলেজের কর্মসূচি ২ অক্টোবর শুরু
