নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ করে নিল বিএমএ বরিশাল শাখা

মেডিভয়েস ডেস্ক: শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ করে নিয়েছে বিএমএ বরিশাল শাখা।
রোববার (৩০ সেপ্টেম্বর) বরিশাল ক্লাবে সন্ধ্যা সাড়ে আটটায় এক অনুষ্ঠানের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শিরীন সাবিহা তন্বী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএ-র সহসভাপতি ডা. মো. কামরুল হাসান সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএমএ বরিশাল শাখার সভাপতি ডা. মো. ইশতিয়াক হোসাইন, কেন্দ্রীয় বিএমএ-র সহসভাপতি কামরুল হাসান সেলিম, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেইন স্যার, শেবাচিম অর্থোপেডিক বিভাগীয় প্রধান ডা. টিটু, বিএমএ বরিশাল শাখার ট্রেজারার ডা. ফখরুল আলম, শেবাচিম গাইনী এন্ড অবসের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. শিখা সাহা, শেবাচিম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. এস এম সরোয়ার এবং বিএমএ বরিশাল শাখার সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহীন।
নবীনদের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন ইন্টার্ন চিকিৎসক ডা. সাইফ হোসেইন রকি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে হেল্থ কেয়ার ফার্মাসিউটিক্যালস।