১২ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:১৬ পিএম
স্বাস্থ্যখাতের এডিপি ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত অর্থবছরে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯০ শতাংশ কাজ সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এছাড়া, বর্তমান অর্থবছরে শতভাগ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কেন্দ্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি শীর্ষক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, ‘দেশের জনগণের জন্য বিশ্বমানের আধুনিক স্বাস্থ্যসেবা দিতে সরকার গত ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করেছে। যার সুফল আজ দেশের দরিদ্র সাধারণ মানুষ পাচ্ছে।’
প্রধানমন্ত্রী আগামী ২০ অক্টোবর এশিয়ার বৃহত্তম এই বার্ন হাসপাতাল উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
এই বিভাগের সর্বাধিক পঠিত
