শিক্ষার্থী, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ, জাফরাবাদ,করিমগঞ্জ, কিশোরগঞ্জ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সকাল ৯টায় শোক র্যালির মাধ্যমে শুরু হয় শোক দিবসের কর্মসূচি। র্যালির পর ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়।
পরে ক্যাম্পাস অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান বলেন, আজকের এই দিনে ১৯৭৫ সালের সে সময়ের কথা চিন্তা করতে আমার ভয় হচ্ছে। কী নির্মম ছিল সে ঘটনা! বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক একজন মহান নেতার পরিবারের সকল মানুষকে একসঙ্গে হত্যা করা। এটা বাঙালির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আমরা তার বেদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুর রাজ্জাক মিঞা বলেন, বঙ্গবন্ধু ছিলেন খুব সাধারণ একজন মানুষ। কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন নেতা। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। তাকে হত্যা করা এদেশের মানুষের নির্লজ্জতা এবং অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমরা তার জন্য মাগফিরাত ও তার সুযোগ্যকন্যা দেশরত্নের জন্য দোয়া করি।
এছাড়াও অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে প্রদর্শিত হয় বিশেষ ভিডিও চিত্র। এছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া দুটি গান দর্শকদের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্প: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত রোগীদের নিয়ে ফ্রি চিকিৎসা দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগীদের চিকিৎসাসেবা দেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক কর্নেল (অব) জেহাদ খান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজিব মিঞা, সহকারী অধ্যাপক মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হিকমত আলী।
মেজর ডা. মেহেদী হাসান রবিন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের প্রাক্তন…
ইনসেটে নিহত ডা. ইমতিয়াজ ইমরোজ ও মো. আশরাফুল হক। ফাইল ছবি মেডিভয়েস…
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১০ এপ্রিলের মধ্যেই ৩৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা…
মেডিভয়েস রিপোর্ট: যে কোনো দুর্ঘটনার পর হাসপাতালে ক্যামেরা নিয়ে প্রবেশ বন্ধের আহ্বান…
মেডিভয়েস রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাটোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের…
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলোজী বিভাগের কনসালটেন্ট ডা.…