মেডিভয়েস রিপোর্ট : দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে হযরত শাহজালালের পূণ্যভূমি সিলেটে। সোমবার সংসদে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিলটি উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দেশে বর্তমানে তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
সোমবার পাস হওয়া বিলে বলা হয়েছে, সিলেট মহানগরীতে অথবা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনও জায়গায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
প্রস্তাবিত আইনে নার্সিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নেরও ব্যবস্থা রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন,‘দেশে চিকিৎসা শাস্ত্রের মানোন্নয়নে উচ্চশিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্র সম্প্রসারণে প্রয়োজনে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।’
মন্ত্রী আরো জানান, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন।
ইনসেটে নিহত ডা. ইমতিয়াজ ইমরোজ ও মো. আশরাফুল হক। ফাইল ছবি মেডিভয়েস…
মেজর ডা. মেহেদী হাসান রবিন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের প্রাক্তন…
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১০ এপ্রিলের মধ্যেই ৩৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা…
মেডিভয়েস রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাটোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের…
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলোজী বিভাগের কনসালটেন্ট ডা.…
মেডিভয়েস রিপোর্ট: পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৪০ চিকিৎসককে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে…