বায়ু দূষণে ৩২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

মেডিভয়েস ডেস্ক: বায়ু দূষণের সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মনে করে যুক্তরাষ্ট্রের গবেষকরা। ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা অনুমান করছেন, ২০১৬ সালে বিশ্বে প্রতি সাতটি নতুন ডায়াবেটিস কেইসের একটির পেছনে আছে ঘরের বাইরের বায়ু দূষণ। ওই বছর বিশ্বে শুধুমাত্র বায়ু দূষণের কারণে ৩২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।
গবেষকরা বলছেন, বায়ু দূষণের কারণে শরীরের ইনসুলিন কমে যায়। এর ফলে আমাদের শরীরের ব্লাড গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে পারে না।
ডায়াবেটিস বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা রোগগুলোর একটি। বিশ্বে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে। এতদিন পর্যন্ত শারীরিক স্থূলতার কারণেই ডায়াবেটিস হয় বলে মনে করা হতো। যারা অস্বাস্থ্যকর খাবার খান বা মোটেই শরীর নড়াতে চান না, তাদেরই ডায়াবেটিসের ঝুঁকি বেশি বলে মনে করেন চিকিৎসকরা। কিন্তু এখন বিজ্ঞানীরা বায়ু দূষণকেও ডায়াবেটিসের কারণ বলে বর্ণনা করছেন।
বিজ্ঞানীরা দেখেছেন, যখন বায়ু দূষণের হার নিচের দিকে, যেটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ মাত্রা বলে মনে করে, তখনও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
সূত্র: বিবিসি বাংলা।
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
